১৯৯৮ সালে পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে জিম্বাবুয়ে যখন শেষবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়েছিল। ফের যেন সেই স্মৃতি ফিরে এল। হারারেতে দারুণ জমে ওঠা দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে শনিবার ২৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের জন্য ২৬৪ রানের টার্গেট তাড়া করে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে অল আউট ২৩৯ রানে। ফলে দুই ম্যাচের সিরিজ ড্র হল ১-১ টেস্টে। ১৯৯৮ সালে অবশ্য গ্রান্ট ফ্লাওয়াররা সিরিজ জিতেছিলেন ১-০ ম্যাচে।
টেস্টের চতুর্থ দিন পাকিস্তান ৫ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলা শেষ করেছিল। দিনের শুরুতে আদনান আকমল (২০) ফিরে যান চাতারার বলে এলবিডব্লিউ হয়ে। তারপর অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন রেহমান। জুটিতে ওঠে ৩৪ রান। কিন্তু পানিয়াঙ্গারার বলে রেহমান আউট হতেই জয়ের গন্ধ পেয়ে যায় স্বাগতিকরা। তবে তখনও সুযোগ ছিল পাকিস্তানের। যদি মিসবাহ ম্যাচ নিজের হাতে তুলে নিতেন। সেটা তিনি পারেননি, দলের হারও ঠেকানো যায়নি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৯৪/১০ এবং ২য় ইনিংস : ১৯৯/১০।
পাকিস্তান ১ম ইনিংস : ২৩০/১০ এবং ২য় ইনিংস : ২৩৯/১০ (খুররম মনজুর ৫৪, হাফিজ ১৬, ইউনুস ২৯, আসাদ ১৪, মিসবাহ ৭৯*, আদনান ২০, রেহমান ১৬; চাতারা ৫/৬১, উতসেয়া ২/৬২)।
ফল : জিম্বাবুয়ে ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : টেন্ডাই চাতারা।
ম্যান অব দ্য সিরিজ : ইউনুস খান।
সিরিজ : দুই ম্যাচ সিরিজ ১-১-এ ড্র।
Discussion about this post