নিজের ইচ্ছেটা মোটেও গোপন রাখেননি সেদিন তামিম ইকবাল। নতুন পদ্ধতিতে দলবদলের পর সেদিন তার নতুন দল ব্রার্দাস ইউনিয়ন ক্লাব খেলোয়াড়দের মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। সেখানেই আনুষ্ঠানিক ঘোষণা আসে-চলতি মৌসুমে ব্রার্দাসের অধিনায়ক তামিম ইকবাল। ব্রার্দাস অধিনায়ক হিসেবে নিজের পরিচয়টা জানানোর সেই অনুষ্ঠানে তামিম ইকবাল অবশ্য স্বীকার করেন-‘এবারের দলবদলে আমার ‘‘প্রথম পছন্দ’’ ছিল গাজী ট্যাংক ক্রিকেটার্স! তারপর ব্রার্দাস। ব্রার্দাসে খেলার ইচ্ছেটা সেই অনেক আগে থেকেই। চট্টগ্রাম ব্রার্দাসের হয়ে আমি টি-টুয়েন্টি খেলেছি আগে। এবার প্রিমিয়ার ক্রিকেটে খেলছি।’
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এই টুর্নামেন্টে রোববার তামিম খেলতে নামছেন।
প্রতিপক্ষের নাম?
তামিমের ‘প্রথম পছন্দ-গাজী ট্যাংক!
নতুনভাবে এই দলটির নাম- ‘লিজেন্ডস অব রুপগঞ্জ (এলআর)।’
বিকেএসপিতে রোববারের এই ম্যাচকে ঘিরে প্রস্তত উভয় শিবির। গাজী ট্যাংক লিগে তাদের প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। তবে খেলাঘরের বিপক্ষে গাজীর প্রথম সেই ম্যাচটা ছিল একতরফা। খেলাঘর ম্যাচে দাড়াতেই পারেনি। আজ অবশ্য গাজী ট্যাংককে শক্তির বড় পরীক্ষা দিতে হচ্ছে।
ব্রার্দাস যে এবারের লিগে শিরোপা জিততেই দল গড়েছে। সেই অর্থে বলা যায় আজ লিগে নিজেদের প্রথম বড় ম্যাচে খেলতে নামছে গাজী ট্যাংক। এই দলটি এবার আলোচনায় মুলত দলের নতুন চেয়ারম্যানের কারণে। মৌসুমের শুরুতে এই দলটির মালিকানা কিনে নিয়েছেন দক্ষ ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। পেছনের দুই মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটের চ্যাম্পিয়ন দলের কর্তা ছিলেন যিনি। দুই বছর আগে মোহামেডানকে লিগে চ্যাম্পিয়ন করার পর ক্লাবের সঙ্গে টানাপোড়েন শেষে গত বছর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নেন তিনি। আর সেই মৌসুমেও তার ভিক্টোরিয়া লিগ চ্যাম্পিয়ন। এই দুই চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতার লড়াইয়ে বাদলের দলে অবধারিতভাবে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবারও সাকিব-তামিকে নিজের নতুন দল গাজী ট্যাংকসে চেয়েছিলেন লুৎফর রহমান বাদল। সাকিব-তামিমেরও সেই ইচ্ছে ছিল। কিন্তু গাজী ট্যাংক যাতে শক্তিশালী দল গড়তে না পারে সেজন্য বিসিবির কিছু কর্তা কুটচাল আঁটেন। চিরায়িত দলবদলের পদ্ধতির বদলে লটারি পদ্ধতির নতুন নিয়মে দলবদল হয়। সাকিব ও তামিম তাদের ‘প্রথম পছন্দের’ দলে খেলার সুযোগ হারালেন।
রোববারের ম্যাচে তামিম তার ‘প্রথম পছন্দের’ দলের হার দেখতে চান। আর তামিমের প্রিয় ক্রিকেট সংগঠক ‘বাদল ভাই’ আজকের ম্যাচে দ্রুত তামিমের পিঠ দেখতে চান।
ক্রিকেট আসলে এমনই!
কখনো আপন। কখনো হিসেবি। কখনো নিষ্ঠুর!
Discussion about this post