ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্ত্রীর অসুস্থতায় জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের যাওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছিল মাশরাফি বিন মর্তুজার। সেই শঙ্কা এরইমধ্যে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ওয়েস্ট ইন্ডিজে পৌঁছতে পারেন নি তিনি। বুধবার কিংবা বৃহস্পতিবার তার জ্যামাইকায় পা রাখার কথা। এ অবস্থায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক লম্বা জার্নি শেষে বিশ্রামেই থাকবেন। ৫০ ওভারের ক্রিকেটের মূল লড়াইয়ের আগে বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে তাকে পাবে না টাইগাররা।
ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে লড়াই ২২ জুলাই, রোববার। তার আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের সঙ্গে জ্যামাইকার সাবিনা পার্কে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
এর আগে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ঢাকা ছাড়েন ওয়ানডে দলে জায়গা পাওয়া মুস্তাফিজুর রহমান-এনামুল হক বিজয়সহ আরো ৪ ক্রিকেটার। তখন মাশরাফিরও সতীর্থদের সঙ্গে জ্যামাইকায় যাওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে তার এ সফরে তখন যেতে পারেন নি। এরপর স্ত্রীর অসুস্থতা কিছুটা উন্নতির দিকে থাকায় তিনি রওনা দেন।
এ রিপোর্ট লেখার সময় ঢাকা-দুবাই, ইতালির মিলান হয়ে মাশরাফি বিন মর্তুজা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করছিলেন। সেখান থেকে জ্যামাইকার উদ্দেশ্যে রওনা হবেন। পৌমাশরাফি যখন জ্যামাইকার বিমান বন্দরে পা রাখবেন, তার সতীর্থরা তখন ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর একাদশের সাথে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত।
উইন্ডেজের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ২২ জুলাই। দ্বিতীয় ম্যাচ ২৫ জুলাই। তৃতীয় ও শেষ ম্যাচ ২৮ জুলাই অুনষ্ঠিত হবে।
Discussion about this post