ক্রিকবিডি২৪.কম ডেস্ক
রাশিয়া বিশ্বকাপ ফুটবল শেষ প্রান্তে দাঁড়িয়ে। সপ্তাহখানেক পরই পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থ। তার আগে আজ শনিবার কোয়ার্টার ফাইনালের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে। জানা যাবে সেমিফাইনালে উঠছে কোন দুই দেশ।
বাংলাদেশ সময় রাত আটটায় ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ট্রফি জিততে মরিয়া হয়ে আছে ইংল্যান্ড। ফেভারিটদের পতনের এই সময়ে এইতো সুযোগ। স্বপ্নের ফাইনাল থেকে মাত্র দুটো ম্যাচ দুরত্ব। দলের অধিনায়ক হ্যারি কেইন আছেন দুর্দান্ত ফর্মে। এরইমধ্যে করেছেন ৬টি গোল। গোল্ডেন বুট জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে তিনি। ধারনা করা হচ্ছে গ্যারি লিনেকারের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে পেতে যাচ্ছেন গোল্ডেন বুট। একইসঙ্গে শিরোপা জেতার পথেও তার ফেভারিট। তবে তার আগে শনিবার পেরোতে তবে সুইডেন বাধা।
সুইডিশরাও অভিজ্ঞতায় পিছিয়ে নেই। হিসেবের ছকটা উল্টে দিতে তারাও জানে। সব মিলিয়ে ভাল করেই ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা।
দিনের আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও অল ইউরোপিয়ান। যেখানে মাঠে নামবে স্বাগতিক রাশিয়া। তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচটিকে ঘিরেও উত্তাপ ছড়াচ্ছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না।
এর আগে শুক্রবার বিদায় নিয়েছে ব্রাজিল। বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরেছে নেইমারের দল।
আরেক ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্রান্স। ফাইনালে উঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের।
আর আজ শনিবার নিশ্চিত হবে বাকী দুই সেমিফাইনালিস্ট। সুইডেন-ইংল্যান্ড ও রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে টিভি পর্দায়। দেখে নেই কারা দেখাচ্ছে এই ম্যাচ দুটি।
কোয়ার্টার ফাইনাল
ইংল্যান্ড-সুইডেন
সরাসরি, রাত ৮টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
রাশিয়া-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১২টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
Discussion about this post