ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই উত্তর মিলছে না! দুই ইনিংসেই অ্যান্টিগায় কেন এমন ভয়াবহ ব্যাটিং বাংলাদেশের? প্রথম ইনিংসে মাত্র ৪৩। রীতিমতো বিস্ময়কর। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের যে উইকেটে ওয়েস্ট ইন্ডিজ তুলল বড় সংগ্রহ সেখানে নেমে আবারো ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। এক নুরুল হাসানান সোহান হাল না ধরলে ফের একশর আগেই শেষ হতে পারতো দলের ইনিংস। যা একটু খেললেন তিনিই।
তারপরও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পেল রেকর্ড ব্যবধানে জয়। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারাল ক্যারবীয়রা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০তে তারা। বলা দরকার, নিজ দেশে এটিই তাদের সবচেয়ে বড় জয়। ১৯৫৮ সালে জ্যামাইকায় পাকিস্তানকে ইনিংস ও ১৭৪ রানে হারিয়েছিল উইন্ডিজ!
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ২য় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৪৪ রানে। কেন এমন বিপর্যয়? ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানাচ্ছিলেন, ‘দেখুন, আমাদের জন্য এটি ছিল কঠিন ম্যাচ। এখন অনেক জায়গা আছে, যেখানে আমাদের কাজ করতে হবে। খুব ভালো একটি ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে তিন বিভাগেই হেরেছি। পরের ৫ দিনে অনেক অনেক দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং সেভাবেই প্রস্ততি নিতে হবে আমাদের।’
তার মানে এই টেস্টটা ভুলে যেতে পারলেই যেন বাঁচেন সাকিব। অ্যান্টিগায় দুই ইনিংসে মিলিয়ে বাংলাদেশ তুলে মাত্র ১৮৭। এবারই প্রথম এক টেস্টে দুইশ রানের নিচে শেষ হল বাংলাদেশ। তবে নুরুল হাসান বুঝিয়ে দিয়েছেন এখানে রান তোলা যায়। ৬ চার ও ২ ছক্কায় ৭৪ বলে ৬৪ রান করেন তিনি। অন্যরা আসা আর যাওয়ার খেলায় ছিলেন ব্যস্ত!
দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে জ্যামাইকায় শুরু। সেই টেস্টের আগে টাইগার অধিনায়কত সাকিব বলেন, ‘সত্যি বলতে কী এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। এমন কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত নেই। এ অবস্থায় আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি, সেটা হলো মানসিকতায় উন্নতি। সামনের টেস্টে এটাই করতে পারি আমরা। ফিট থেকে ইতিবাচক সবকিছু ভাবতে হবে আমাদের।’
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩/১০ ও বাংলাদেশ ২য় ইনিংস: ৪০.২ ওভারে ১৪৪ (আগের দিন ৬২/৬) (তামিম ১৩, লিটন ২, মুমিনুল ০, মুশফিক ৮, সাকিব ১২, মাহমুদউল্লাহ ১৫, মিরাজ ২, সোহান ৬৪, রুবেল ১৬, আবু জায়েদ ০*; গ্যাব্রিয়েল ৫/৭৭, হোল্ডার ৩/৩০, কামিন্স ২/১৬, বিশু ০/১৬, চেইস ০/৪)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪০৬/১০
ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৯ রানে জয়ী
ম্যাচসেরা: কেমার রোচ
Discussion about this post