ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ব্যবধানটা চোখে পড়ার মতো ছিল। ফিফা র্যাংকিংয়ের ৬১তম স্থানে থাকার সঙ্গে ১৬ নম্বরের লড়াই! শেষ পর্যন্ত হিসেবের ছক উল্টে জিতল আন্ডার ডগই! সারানস্কের মারদোভিয়া অ্যারেনায় মঙ্গলবার উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্লু সামুরাই খ্যাত এশিয়ার প্রতিনিধিরা ২-১ গোলে হারায় কলম্বিয়াকে। কলম্বিয়াই নয়, এবারই প্রথম কোন লাতিন আমেরিকান দলের বিপক্ষে বিশ্বকাপে জয় নিয়ে মাঠ ছাড়ল জাপান ফুটবল দল। গড়ল নতুন এক ইতিহাস!
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এইচ এর এই ম্যাচে ৬ মিনিটে পেনাল্টি থেকে গোলে লিড নেয় জাপান। এর আগে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস সানচেজ। তৃতীয় মিনিটেই ডি বক্সে হাত দিয়ে বল ধরে ফেলে বিপাকে পড়েন। রেফারি দামির সোমিনা লালকার্ড দেখান! খেলা শুরুর ২.৫৬ মিনিটে লালকার্ড দেখেন তিনি। এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ে-স্কটল্যান্ড ম্যাচে হোসে আলবার্তো বাতিস্তা ৫৪ সেকেন্ডে দেখেছিলেন লালকার্ড। সেই লালকার্ডের সঙ্গে রেফারি পেনাল্টির দেন। তারপর গোল করে জাপানকে এগিয়ে দেন শিনজি কাগওয়া।
তবে দশজনের দল নিয়ে ৩৯ মিনিটে সমতা ফিরে কলম্বিয়া। ফ্রি কিকে গোল করেন কলম্বিয়ার হুয়ান ফার্নান্দো কুইনতেরো। তারপর ৭৩ মিনিটে আবারো এগিয়ে যায় জাপান। ইউয়া ওসাকোর গোলে রচিত হয় নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো লাতিন দলের বিপক্ষে জয়। নিশ্চিত করেই এই প্রাপ্তি অনেক অনেক দিন মনে রাখবে জাপান। একইসঙ্গে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার লড়াইয়েও খানিকটা এগিয়ে গেল এশিয়ার প্রতিনিধিরা।
Discussion about this post