ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ক্যারিয়ারে দুঃসময়ে দাঁড়িয়ে লিওনেল মেসি! রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো পেনাল্টি মিস করে ভক্তদের তোপের মুখে আছেন তিনি। আইসল্যান্ডের বিপক্ষে তার সেই ব্যর্থতার কারণেই জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি আর্জেন্টিনার। যদিও এমন দুঃসময়ে অনেককেই পাশে পাচ্ছেন এই ক্ষুদে যাদুকর। বিশেষ করে তার স্ত্রী ঠিকই পাশে আছেন। জাতীয় দলের হয়ে এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন তার তিন সন্তানের মা আন্তনেল্লা রোকুজ্জো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে রোকজ্জো একটি ছবি পোস্ট করে, ‘আমি সব সময়ই তোমার পাশে আছি, এখন থেকে আরো বেশি করে থাকবো।’
নিজের পরিবারের ছবি দিয়ে রোকজ্জোর সেই পোস্টের জবাবটাও দিলেন মেসি। আর্জেন্টিনার প্রাণভ্রোমরা লিখলেন।, ‘সুন্দর! আমি তোমাকে ভালোবাসি।’
ব্যাক্তিগত এই ব্যাপারগুলো নিশ্চয়ই ভাল খেলতে সাহস দেবে মেসিকে। সামনেই কঠিন চ্যালেঞ্জ। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ২১ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে মেসির দলের জয় চাই। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে তিন পয়েন্টের দিকেই তাকিয়ে আর্জেন্টাইন ভক্তরা।
Discussion about this post