সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তাসকিন আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে দলে নেই। সঙ্গে ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সুযোগ মিলবে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ইনজুরি থেকে মুক্তি মিলছে না। ব্যাক পেইনের যন্ত্রণা নিয়ে নিদাহাস ট্রফি থেকে ফিরেছিলেন। তারপর দেড় মাসের চিকিৎসারতেও উন্নতি তেমন হচ্ছে না। এ অবস্থায় দু’দিন বিছানায় কাটিয়েছেন এই পেসার। পায়ে ভর দিয়ে দাঁড়ানোর মতো শক্তিও যেন নেই ২৩ বছর বয়সী পেসারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রাথমিক চিকিৎসায় ব্যথা সারেনি। এ অবস্থায় ইনজেকশন দিয়ে ব্যাথা সারিয়ে তোলা হবে। প্রয়োজনে কলকাতায় পাঠানো হবে তাসকিনকে। তবে ভিসা জটিলতায় কলকাতায় পাঠানো সম্ভব হয়ে ওঠেনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘দেখুন, ভারতে চিকিৎসা ভিসা প্রক্রিয়া খুবই জটিল। ওর সুস্থ্য হতে সময় লেগে যাবে। তাই ওর দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা দু’এক দিনের মধ্যে এখান থেকেই ইনজেকশন দিব।’ ইনজেকশন দেয়ার পর সুস্থ হতে এক সপ্তাহ, এক মাস, এমনকি তারচেয়ে বেশি সময়ও লাগতে পারে বলে জানান বিসিবির ফিজিও।
অবস্থা যা দাঁড়াচ্ছে ইনজুরিতে আপাতত মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। ১৫ পেসার নিয়ে ২৪ মে থেকে কক্সবাজারে অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স বিশেষায়তি বোলিং স্কোয়াডের ক্যাম্প। সেটাও মিস করবেন তিনি। এনিয়ে আক্ষেপ শোনা যাচ্ছে তাসকিনের। কিন্তু সবার আগে ইনজুরি থেকে মুক্তি চাইছেন এই পেসার।
Discussion about this post