শেষ পর্যন্ত এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা একাদশে নেই সাকিব আল হাসান। লিগ পর্বে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেরা একাদশ করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। দুর্দান্ত খেললেও এই দলে নেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা টাইগার অলরাউন্ডার সাকিব। এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে তার দলও উঠেছে প্লে-অফ পর্বে।
আর দলকে এই সাফল্য এনে দিতে গিয়ে লিগ পর্বে ১৪ ম্যাচ খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ১৭৬ রান। বল হাতে নিয়েছেন ১৩টি উইকেট। পরিসংখ্যানই বলে বেশ সফল তিনি।
সেরা একাদশের অধিনায়ক সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। উইকেটরক্ষক দলে আছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। একাদশে ১১ জনের মধ্যে দুইজন সানরাইজার্সের। চেন্নাই সুপার কিংসের আছেন দুজন। দুর্দান্ত খেলে একাদশে আছেন কলকাতার সুনিল নারিন।
আইপিএল -এর সেরা একাদশ
লোকেশ রাহুল, সুনিল নারিন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রশীদ খান, অ্যান্ড্রু টাই, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরা
Discussion about this post