গত বছরের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকেই হেড কোচ শুন্য বাংলাদেশ। ক্রিকেট বোর্ডের কর্তারা অনেক চেস্টার পরও কোচের সন্ধান পাচ্ছেন না। তবে এবার আশার কথা শোনা গেল। জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগাররা। আর এই সিরিজের আগেই টাইগারদের হেড কোচ মিলবে বলে জানালেন বাংলাদেশ জাতীয় দলের পরামর্শক গ্যারি কারস্টেন।
হোটেল সোনারগাঁওয়ে সংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এমন একজন কোচ নিয়োগ দেয়া হবে, যিনি বাংলাদেশ ক্রিকেটের ডেভলপমেন্টে কাজ করবেন।’
কোচ নিয়োগের আগে জাতীয় দলের তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের সঙ্গে সভা করেন তিনি। পাশাপাশি স্থানীয় কোচ সালাউদ্দিনের সঙ্গেও বসেন।
কেমন কোচ পাচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে কারস্টেন মঙ্গলবার জানান, ‘আমি বুঝতে চেয়েছি আগে কারা ভালো কাজ করেছে। আমি জানি চন্ডিকা দলের জন্য দারুণ কাজ করেছে। বুঝতে চেয়েছি ওই সময় দলের জন্য কী ভালো হয়েছে। আমার কাজ এমন কাউকে খুঁজে বের করা যিনি দ্রুত দলকে সাহায্য করতে পারেন। আশা করছি দুই সপ্তাহের মধ্যেই আমরা কোচ খুঁজে পাব, যিনি দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।’
Discussion about this post