ওয়েস্ট ইন্ডিজ সফরটা এবার সত্যিকার অর্থেই স্মরণীয় করে রাখার মঞ্চ প্রস্তুত। এই সফরে টাইগাররা প্রথমবারের মতো অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্ট খেলার সুযোগ পাবে। একইসঙ্গে ১৪ বছর পর জ্যামাইকার স্যাবিনা পার্কে আবারো সাদা পোশাকে মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ইতিহাস জানাচ্ছে ২০১৪ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেই পুর্ণাঙ্গ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেই সফরকে সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রাথমিক দল অনুশীলন করছে মিরপুরের হোম অব ক্রিকেটে। তবে সেই সফরের আগে লড়াই আফগানিস্তানের সঙ্গে। ভারতের মাঠে আফগানদের সঙ্গে দল খেলবে ৩টি টি-টুয়েন্টি ম্যাচ। এই মিশনে আগামূ ২৯ মে দেশ ছাড়ার কথা টাইগার ক্রিকেটারদের।
বাংলাদেশের ক্যারিবীয় সফর সূচি-
টেস্ট সিরিজ
তিন দিনের প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ই জুন, অ্যান্টিগা।
প্রথম টেস্ট ০৪-০৮ই জুলাই, অ্যান্টিগা।
দ্বিতীয় টেস্ট ১২-১৬ই জুলাই, জ্যামাইকা।
ওডিআই সিরিজ
একমাত্র প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই , জ্যামাইকা।
প্রথম ওডিআই ২২ জুলাই, গায়ানা।
দ্বিতীয় ওডিআই ২৫ জুলাই, গায়ানা
তৃতীয় ওডিআই২৮ জুলাই, সেন্ট কিটস
টি-টুয়েন্টি সিরিজ
প্রথম টি-টুয়েন্টি, ৩১ জুলাই, সেন্ট কিটস।
দ্বিতীয় টি-টুয়েন্টি, ০৪ আগস্ট, ফ্লোরিডা।
তৃতীয় টি-টুয়েন্টি, ০৫ আগস্ট, ফ্লোরিডা।
Discussion about this post