বিরতি শেষে আজ আবারো ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামনে নতুন মিশন। তারই প্রস্তুতিতে মুখরিত হয়ে উঠবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে রোববার।
জানা গেছে মিরপুর শেরেবাংলার হোম অব ক্রিকেটে এদিন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা আগে রিপোর্ট করবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই শুরু হবে টাইগারদের ক্যাম্প। প্রথম দিনে ফিটনেস টেষ্ট দেবেন তামিম ইকবাল-মাশরাফিরা। তারপর কোচিং স্টাফদের নির্দেশনা মোতাবেক ব্যাটিং ও বোলিংয়ের দুর্বলতা নিয়ে কাজ শুরু করবেন।
ভারতের দেরাদুনের ৩, ৫ ও ৭ জুন আফগানদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায়। এই লক্ষ্যে ২৯ মে ভারতে যাবে টাইগাররা।
আফগান সিরিজ খেলে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই। এরপরই দল উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে।
বাংলাদেশ প্রাথমিক দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান ও আব্দুর রাজ্জাক।
Discussion about this post