টেস্ট খেলতে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল আর অস্ট্রেলিয়াতে যেতেই পারবে না? অাপাতত ইঙ্গিতটা তেমনই। অবশ্য টেস্টের বদলে টি-টুয়েন্টির একটা প্রস্তাব দিয়ে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা জানিয়েছে, টেস্ট সিরিজের পরিবর্তে ২০২০ সালে বাংলাদেশের সঙ্গে একটি টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় তারা। তাদের দাবী বিসিবিও নাকি রাজি।
অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার খেলা ২০২০ পর্যন্ত হচ্ছে না বাংলাদেশের। যদিও আইসিসির ভবিবষ্যত সূচি জানাচ্ছে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিকভাবে সিরিজটি লাভবান হবে না এ কারণে আথিতেয়তা দিতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
এরইমধ্যে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে- সিরিজের পরিবর্তে ২০২০ সালে বাংলাদেশের সঙ্গে একটি টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একমত হওয়ার কথা বলে জানালেও এনিয় আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাওয়া যায়নি বলে জানাল বিসিবি।
কেন সূচিতে এত বড় পরিবর্তন- তা ক্রিকেট অস্ট্রেলিয়া পরিস্কার করে কিছু জানায় নি। যদিও এটা জানা গেছে অর্থনৈতিক কারণে টেস্ট থেকে সরে এসেছে তারা। আগস্টে উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন ও কেয়ার্নস শহরে টেস্ট ও ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ছিল।
টেস্ট মর্যাদা পেয়ে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় ২০০৩ সালে।তখনো সিরিজ হয়েছিল ডারউইন ও কেয়ার্নস শহরে। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ। তখন টেস্টের বদলে বাংলাদেশ খেলেছিল একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই ভেন্যু ডারউইন ও কেয়ার্নস।
এবার আর খেলার সুযোগই হল না! অবশ্য টি-টুয়েন্টির একটা হাতছানি ঠিকই থাকল।
Discussion about this post