বয়স ৩৫ ছাড়িয়ে গেলেও বল হাতে আগের মতোই চমক দেখিয়ে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। সাফল্যের ধারাবাহিকতায় আছেন তিনি। আগের ইনিংসেই ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান এই বাঁহাতি স্পিনার। এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে নর্থ জোনকে কোনাঠাসা করে দেন আবদুর রাজ্জাক। পাশাপাশি প্রথম শ্রেণির ক্যারিয়ারে সর্বাধিক ৩৩ বার এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।
দ্বিতীয় ইনিংসে ফের বিধ্বংসী হয়ে ওঠেন রাজ্জাক। তার ঘূর্ণি তোপে ১১৫ রানে অলআউট হয়ে যায় নর্থ জোন। এরইপথ ধরে এক ইনিংস ও ৬৩ রানের বিশাল জয় পায় সাউথ জোন,মানে দক্ষিণাঞ্চল।
এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিলেন আবদুর রাজ্জাক। ৯মবারের মত এক ম্যাচে ১০ কিংবা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।
Discussion about this post