আগের দিনই তার ব্যাট থেকে এসেছিল দুর্দান্ত এক শতরান। কিন্তু পায়ের মাংসপেশিতে টান পড়ায় পুরোটা দিন খেলা হয়নি। ১৫৯ রানের সময় আহত হয়ে অবসর নিয়ে মাঠ ছাড়েন আব্দুল মজিদ। তারপর বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি তুলে নেন ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। লাঞ্চ বিরতির আগেই তুলে নেন ডাবল সেঞ্চুরি। ১৭৬ থেকে ২০২, ২৬ রানের ২৪-ই নিয়েছেন চার ও ছক্কা হাঁকিয়ে!
বিসিএলের শেষ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেনন মজিদ। রাজশাহীতে বুধবার দ্বিতীয় দিনে মোশাররফ হোসেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর উইকেটে পা রাখেন আগের দিনের ‘আহত অবসর’ মজিদ।
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের এটি মজিদের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৪-১৫ জাতীয় ক্রিকেট লিগে ফতুল্লায় ঢাকা বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে তুলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ২৫৩ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের দুটি কিংবা তার বেশি ডাবল সেঞ্চুরি রয়েছে মজিদ ছাড়া ১০ জনের- মোসাদ্দেক হোসেন, তুষার ইমরান, অলক কাপালি, মার্শাল আইয়ুব, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, তাইবুর রহমান, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস ও এনামুল হক বিজয়। তাদের মধ্যে মোসাদ্দেক, তুষার ও কাপালির তিনটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে।
Discussion about this post