ওয়ানডে নয়, আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে জানা গেছে, ভারতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে টি-টুয়েন্টির। সবকিছু ঠিক থাকলে এটি হতে পারে জুনের প্রথম সপ্তাহে। সিরিজে কয়টি ম্যাচ হবে, এটি নিয়ে আলোচনা হচ্ছে।
বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা তিনটি ম্যাচের কথা বলেছিলাম। ওরা চায় চারটি টি-টুয়েন্টি খেলতে। এটা কোচ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমাদের ক্রিকেট অপারেশন্স এটা ঠিক করবে।’
আগামী ১৪ জুন অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তার আগেই ভারতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ খেলার প্রস্তাব দিল আফগানরা।
টি-টুয়েন্টি সিরিজের ভেন্যু নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ভেন্যু দেরাদুনই ঠিক আছে। বেঙ্গালুরু বা মুম্বাই বা অন্যান্য জায়গা আমরা চিন্তা-ভাবনা করছিলাম, সমস্যা হলো সে সব এখন ফাঁকা নেই। এই মুহূর্তে অন্য কোনো ভেন্যুর নিশ্চয়তা আমরা ওদের কাছ থেকে পাচ্ছি না।’
বাংলাদেশের ভবিষ্যৎ সূচিতে টি-টুয়েন্টি কম বলে ওয়ানডে বাদ দিয়ে ২০ ওভারের ক্রিকেট খেলতে আগ্রহী হয়েছে বাংলাদেশ।
Discussion about this post