বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যেন চলছে ইনজুরির মিছিল। কিছুদিন আগেই চোটে পড়ে ৬ মাসের জন্য ছিটকে গেছেন নাসির হোসেন। এবার দলের নিয়মিত ক্রিকেটার মুশফিকুর রহীম পড়লেন ইনজুরিতে। অ্যাঙ্কেলের চোটে নিয়ে মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান। তারও আগে এ মাসেই সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলে বড় চোট পান নাসির। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় ছয় মাসের জন্য মাঠে ফেরার সম্ভাবনা শেষ!
মুশফিক সেই ফুটবল খেলতে গিয়েই চোটে পড়লেন। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনের খেলার প্রস্তুতির সময় আঘাত পান তিনি। গা গরমের ফুটবলে সতীর্থ নাজমুল হাসান শান্তর সঙ্গে ধাক্কা লাগে তার। তারই পথ ধরে বাঁ পায়ের অ্যাঙ্কেলে ব্যথা পান মুশি।
এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘তার অ্যাঙ্কেলে টান পড়েছে। আর এ মুহূর্তে বিশ্রামে থাকতে হবে। চারদিন হয়ে গেছে, আমরা সপ্তাহে সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণ করব। সম্ভবত সময় লাগবে। কতদিন লাগবে সেটা এখন বলা যাচ্ছে না।’
মুশফিক সর্বশেষ ম্যাচে বগুড়ায় শতরান করেছিলেন। এ অবস্থায় বিসিএলের পঞ্চম রাউন্ডে সম্ভবত খেলা হচ্ছে না তার। মঙ্গলবার থেকে শুরু হবে পঞ্চম রাউন্ডের ম্যাচ।
Discussion about this post