তাহলে চোখের জলের মূল্য পাচ্ছেন স্টিভেন স্মিথ? বল টেম্পারিংয়ের শাস্তি হিসেবে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ তিনি। এরইমধ্যে একটা সুখবরও পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। চাইলে এক বছর নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার ধারাভাষ্যকার হিসেবে নাম লেখাতে পারেন। অস্ট্রেলিয়ার সম্প্রচার স্বত্ব পাওয়া ফক্সটেল কোম্পানি স্মিথকে ধারাভাষ্য প্যানেলে রাখতে চাইছে।
এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সঙ্কেত পেলেই স্পোর্টস ম্যাগাজিন শো উপস্থাপনার দায়িত্ব দেয়া হবে তাকে। পাশাপাশি ধারাভাষ্যেও থাকবেন স্মিথ। ফক্স স্পোর্টসের সিইও প্যাট্রিক ডিলেনি জানালেন, ‘প্রতিটি অস্ট্রেলিয়ানের মতো স্টিভেন স্মিথের বল টেম্পারিংয়ের ঘটনায় আমি কষ্ট পেয়েছিলাম। কিন্তু ও মন থেকেই ক্ষমা চেয়েছে। আর শাস্তিও পাচ্ছে। অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যেখানে আমরা ভুল করা মানুষদের গ্রহণ করি। একই সঙ্গে দ্বিতীয় সুযোগটা দেই।’
এ অবস্থায় দ্বিতীয় সুযোগটা পাচ্ছেন স্মিথ। তিনি এখন পরিবার নিয়ে নিউইয়র্কে বেড়াতে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে নেতৃত্ব দেয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ও সতীর্থ ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। তারপরই স্মিথ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের স্পন্সরশিপ হারিয়েছেন। এরই পথ ধরে সিডনিতে বিলাসবহুল বাড়ি ছেড়ে দিয়েছেন তিনি।
Discussion about this post