ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন দলে সময়টা বেশ কাটছে সাকিব আল হাসানের। সানরাইজার্স হায়দরাবাদে ব্যাট-বল দারুণ পারফরম্যান্সে মুগ্ধ করেছেন।এরই পথ ধরে একটি অনন্য রেকর্ডের দেখা পেয়ে গেছেন সাকিব আল হাসান। আরেকটির সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার। এই রেকর্ড হয়ে গেলেই অসাধারণ এক কীর্তিতে টি-টুয়েন্টির ইতিহাসে নিজেকে নিয়ে যাবেন অনন্য এক মাইলফলকে।
শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ বলে ২৭ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। টি-টুয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান স্পর্শ করেন তিনি। এ ম্যাচে নেন দুই উইকেট। ২০ ওভারের ক্রিকেটে তার উইকেট সংখ্যা হয়েছে ২৯৯টি। আর একটি উইকেট পেলেই বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হয়ে ৪০০০ রান ও ৩০০ উইকেটের ডাবল রেকর্ড নিজের করে নিবেন ৩৫৭ ম্যাচ খেলা বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই টাইগার ক্রিকেটারের আগে টি-টুয়েন্টি ক্রিকেটে এ ডাবল আছে শুধু ডোয়াইন ব্রাভোর। ২৫৭ ম্যাচে ৪১৩ উইকেটের পাশাপাশি ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ৫৫৮২ রান। টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ও ৩ হাজার রানও আছে শুধু শহীদ আফ্রিদির। ২৭৪ ম্যাচে ৩৮২৯ রান করার পাশাপশি ৩০০ উইকেট নেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। ২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। আর ২৭৪ ম্যাচে ৩২১ উইকেট আছে সুনিল নারাইনের।
Discussion about this post