বছর জুড়ে পারফরম্যান্সের পুরস্কারটা মিলল। নিউজিল্যান্ড ক্রিকেটে বছরের সবচেয়ে সেরা দুটো পুরস্কার পেলেন ট্রেন্ট বোল্ট। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন তিনি। সঙ্গে এই পেসার জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। ২৮ বছর বয়সী বাঁহাতি এই পেসারের স্মরণীয় হয়ে থাকল বছরটা।
অবশ্য সবই মাঠের সাফল্যের স্বীকৃতি। গত মৌসুমে তিন সংস্করণ মিলিয়ে ৭৭টি উইকেট পেয়েছেন বোল্ট।ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে ১০০ ওয়ানডে উইকেট ছুঁয়েছেন। একইসঙ্গে ২০০ টেস্ট উইকেটের মাইলফলকেও পা রেখেছেন তিনি।
এছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন রস টেইলর। তিনি একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পেয়েছেন। বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কলিন মানরো। এরইমধ্যে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলার হলেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার। আর কিউই ক্রিকেটে নারীদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটার হলেন অলরাউন্ডার সোফি ডিভাইন।
Discussion about this post