অনেকেই বলছিলেন ক্যারিয়ারের শেস প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু মাশরাফি বিন মতুর্জা যেন আগের সেই ছন্দটাই ফিরে পেয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি। এবার আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের এ টুর্নামেন্টে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি।
লিগে এখনো এক ম্যাচ খেলার সুযোগ পাবেন মাশরাফি। তার আগেই সোমবার মাত্র ১৫ ম্যাচে সর্বোচ্চ ৩৮ উইকেট নিয়ে অনন্য উচ্চতায় উঠে গেলেন ম্যাশ। এরআগে ডিপিএলের ২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ ৩৫ উইকেট নিয়ে এ তালিকায় শীর্ষে ছিলেন আবু হায়দার রনি।
সোমবার সুপার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে মাঠে নামার আগেই মাশরাফির নামের পাশে ৩৫ উইকেট ছিল। এ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড নিজের করে নিতে এ ডানহাতি দূরে ছিলেন মাত্র ১টি উইকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩২ রানে ৩টি উইকেট নিয়ে উঠে যান শীর্ষে।
এমন সাফল্যের পর বলছিলেন, ‘৩৮ উইকেট পাব বা সবার উপরে থাকব এমন ভাবনায় লিগ শুরু করিনি। যেহেতু আমি টি-টুয়েন্টি দলে নেই এবং আগে থেকেই জানতাম, অনেক দিন পর এবার পুরো লিগ খেলার সুযোগ মিলবে। কাজেই একটা টার্গেট ছিল। যেহেতু আমি শুধু ৫০ ওভারের ফরমেটেই জাতীয় লিগে খেলি আর প্রিমিয়ার লিগও ৫০ ওভারের হয়, তাই টার্গেট ছিল নিজেকে তৈরি রাখার জন্যই সামর্থ্যের সবটুকু দিয়ে খেলে যাবো।’
রেকর্ড নিয়ে বলছিলেন, ‘ভালো লাগছে যে রেকর্ড হয়েছে। তবে আমি চাই না এই রেকর্ড অনেক দিন স্থায়ী হোক। পরের বারই কেউ ভেঙে দিক এটাই চাইব। তাহলে বোঝা যাবে, আমাদের ঘরোয়া ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’
মাশরাফির আবাহনীর ডিপিএলে দারুন দাপট। ৫ এপ্রিল তারা শিরেপা লড়াইয়ে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে।
Discussion about this post