সেরা তারকাদের রেখে খেলতে গিয়ে মাশুল গুনল ওয়েস্ট ইন্ডিজ। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে দলটি। আর ২০ ওভারের ক্রিকেট ইতিহাসে রানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে রোববার রাতে প্রথম টি-টুয়েন্টিতে ১৪৩ রানে জিতল স্বাগতিকরা। ২০ ওভারের ক্রিকেটে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে মাত্র একটি। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে জিতেছিল শ্রীলঙ্কা।
২০৪ রান সামনে রেখে খেলতে নেমে মাত্র ৬০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ৭৯ রান তুলেছিল তারা।
২০০৯ সালের পর করাচিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ম্যাচটা স্মরনীয় করে রাখল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ২০৩/৫ (ফখর ৩৯, বাবর ১৭, তালাত ৪১, সরফরাজ ৩৮, মালিক ৩৭*, আসিল ১, আশরাফ ১৬*; বদ্রি ০/৩৭, পল ১/২৬, এমরিট ১/৪৩, উইলিয়ামস ০/৪২, পেরমল ০/৮, স্যামুয়েলস ০/৭, পাওয়েল ১/৩৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ৬০ (ওয়ালটন ৬, ফ্লেচার ০, স্যামুয়েলস ১৮, জেসন ০, রামদিন ০, পাওয়েল ৫, পল ১০*, এমরিট ১১, উইলিয়ামস ০, বদ্রি ৭, পেরমল ০* আহত অনুপস্থিত; নওয়াজ ২/১৯, আমির ২/৩, হাসান ১/০, আশরাফ ০/৯, শাদাব ১/১৩, মালিক ২/১৩, তালাত ১/৩)
ফল: পাকিস্তান ১৪৩ রানে জয়ী
ম্যাচসেরা: হুসাইন তালাত
Discussion about this post