নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এর আগে তাদের হাত ধরেই এসেছিল সাফ ফুটবলের শিরেপা। আর রোববার স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আরেকটি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা চারজাতি টুর্নামেন্টে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবলের ট্রফি অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলারদের।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারিয়ে সাফল্যের শুরু। এরপর ইরানকে ৮-১ গোল হারিয়ে শিরোপার সুবাস পায় মেয়েরা। ফাইনালে হংকং উড়ে গেল। হ্যাটট্রিক পেলেন তহুরা। একটি করে গোল সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনির।
বাংলাদেশ ২৪ গোল দিয়ে হজম করার বিপরীতে মাত্র দুটি গাল হজম করে দল। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল হংকং, বাংলাদেশ, ইরান আর মালয়েশিয়া অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হয় ৪ জাতি এ ফুটবল টুর্নামেন্ট।
এর আগে এই দলটিই গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল।
Discussion about this post