শিরোপা পুনরুদ্ধারের পথে বেশ দাপটেই এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে শুক্রবার ছুটির দিনে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে লড়বে তারা।
সুপার লিগে আগের ম্যাচে রূপগঞ্জ ৫ উইকেটে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে উঠে পয়েন্ট টেবিলের দুইয়ে। ছুটির দিনে খেলাঘরকে হারাতে পারলে শীর্ষে জায়গা করে নেবে তারা।
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে এদিন অবশ্য রূপগঞ্জের জয়ের বিপরীতে আবাহনীকে হারাতে হবে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। সুপার লিগের ম্যাচের খেলাঘরের চেয়ে অনেক এগিয়ে থাকছে রূপগঞ্জ। গত দুই মৌসুমে এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুইবারই জিতেছে রূপগঞ্জ। এর আগে ২০১৩ সালেও খেলাঘরকে হারিয়ে দিয়েছিল সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।
ঢাকা লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে রূপগঞ্জ। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। রান রেটে রূপগঞ্জের চেয়ে পেছনে থেকে তিনে শেখ জামাল। চারে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
Discussion about this post