ছোট দেশের বড় তারকা তিনি। বল হাতে গত কয়েক বছর ধরেই চমক দেখিয়ে যাচ্ছেন রশিদ খান। তার পথ ধরে সাফল্যও মিলছে। এই লেগ স্পিনার গড়লেন আরো এক কীর্তি। এবার বিস্ময়কর এক রেকর্ডের মালিক হলেন তিনি। সব কম বয়সে, সবচেয়ে কম ওয়ানডে ম্যাচ খেলে দ্রুততম উইকেটের সেঞ্চুরি করলেন রশিদ খান। ১০০ ছোঁয়ার দিন তার বয়স ১৯ বছর ১৮৬ দিন। ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে এ মাইলফলক স্পর্শ করতে পারেননি কোন বোলারই।
এর আগে ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে দ্রুততম ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ৫২ ম্যাচ খেলেই তিনি নাম উইকেটের সেঞ্চুরি করেন। স্টার্কের চেয়েও ৮ ম্যাচ কম খেলে, ৪৪ ম্যাচে শততম ওয়ানডে উইকেটের মালিক হলেন আফগানিস্তানে এই লেগ স্পিনার।
বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাই হোপকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শততম উইকেটের মালিক হন রশিদ খান।
১০০ উইকেটে দ্রুততম হলেও ৫০ উইকেটে অষ্টম দ্রুততম ছিলেন রশিদ। ১৯ ম্যাচে উইকেটের ৫০ উইকেটের রেকর্ড শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিসের। রশিদের লাগে ২৬ ম্যাচ। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েয়োতে ওয়ানডে অভিষেক হয় তার। এরপর থেকেই দাপটে এগিয়ে যাচ্ছেন এই স্পিনার।
Discussion about this post