উইকেট ব্যাটসম্যানদের হয়েই কথা বলেছে। কিন্তু লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যানরা সেই পথে হাটতে পারেন নি। টপ অর্ডারের প্রায় সবাই উইকেটে থিতু হয়েই ভুলের ফাঁদে পা দিয়েছেন। কেউ ইনিংসটাকে তিন অঙ্কে নিয়ে যেতে পারেন নি। তারপর বোলাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে না পারায় মাশুল গুনল দল। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে লিজেন্ডস অব রূপগঞ্জ সুপার লিগের শুরুতেই ৭ উইকেটে হেরেছে।
শনিবার বিকেএসপিতে নাইম ইসলাম (৫১), তুষার ইমরান (৪৮*), পারভেজ রসুল (৪৪), মুশফিকুর রহীম (৩৯) আর নাইম হাসানের (৪৩) ব্যাটে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান তুলে রূপগঞ্জ। শেখ জামালের পেসার রবিউল হক ৩৩ রানে ৫ উইকেট নেন। এরপর জবাব দিতে নেমে ভারতীয় রিক্রুট উন্মুক্ত চাঁদের (১২৭) সেঞ্চুরিতে ২ ওভার আগেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ধানমন্ডির ক্লাবটি।
সুপার লিগের লড়াইয়ে প্রথম ম্যাচে হারায় পয়েন্ট টেবিলে দুই নম্বর থেকে তিনে নেমে গেছে লিজেন্ডসরা। আর প্রাইম দোলেশ্বর উঠল দুইয়ে। শীর্ষে আছে আবাহনী লিমিটেড।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। এরপর মোহাম্মদ নাইমের সঙ্গে ৭৫ রানের জুটিতে দলকে ঠিক পথে রাখেন নাঈম ইসলাম। দলীয় অধিনায়ক ফিরে যান ৫১ রান করে। তারপর অভিজ্ঞ মুশফিকুর রহীম ৩২ বলে তুলে নেন ৩৯ রান। পারভেজ রসুল বড় ইনিংসের সম্ভঅবনা জাগিয়ে ফিরেন ৪৪ রানে। ৫০ বলে অপরাজিত ৪৮ রান তুলেন তুষার ইমরান।
ক্যারিয়ার সেরা বোলিং করে রবিউল হক ৩৩ রানে নেন ৫ উইকেট।
জবাব দিতে নামা শেখ জামালের ওপেনার সৈকত আলীকে শুরুতেই আউট। কিন্তু তারপরই রাকিন আহমেদের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন চাঁদ। ৫২ রান করে সৈয়দ রাসেলের শিকারেন পরিনত হন রাকিন।
চাঁদ ১৩৩ বলে ২০ চারে তুলেন ১২৭ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ষষ্ঠ শতরান। আর তানবীর হায়দার ৫২ বলে ৪টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত ছিলেন।
৫৩ রানে ২ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার সৈয়দ রাসেল।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬০/৯ (মজিদ ১৫, নাইম ৪৩, নাঈম ৫১, মুশফিক ৩৯, রসুল ৪৪, তুষার ৪৮*, নাজমুল ৫, মোশাররফ ০, আসিফ ০, শহীদ ৪; আবু জায়েদ ০/৪৮, সোহাগ ০/২৭, নাজমুল ১/৫৩, রবিউল ৫/৩৩, সানি ০/৪৮, তানবীর ২/৪৮)
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৮ ওভারে ২৬২/৩ (সৈকত ০, চাঁদ ১২৭, রাকিন ৫২, তানবীর ৬৬*, নুরুল ১১; রাসেল ২/৫৩, মোশাররফ ০/৪৪, শহীদ ০/৬৭, রসুল ১/৪১, আসিফ ০/৪৬)
ফল: ৭ উইকেটে জয়ী শেখ জামাল
ম্যাচসেরা: উন্মুক্ত চাঁদ
Discussion about this post