চোটের কারণে বুধবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে দেখা যায়নি তাকে। এরপরই পিএসএল থেকে তামিম পরিবার নিয়ে ব্যাংকক যেতেই গুঞ্জনের ডালপালা মেলে। তবে কী ইনজুরির চিকিৎসা নিতেই থাইল্যান্ড গেলেন এই ব্যাটসম্যান? না তেমনটা নয়, আগে থেকে পরিকল্পনা করে রাখা একটি সফরে গেছেন তিনি।
নিদহাস ট্রফি খেলার সময় হাঁটুতে চোট পান তামিম ইকবাল। তবে টাইগার ওপেনারের ইনজুরিটা মারাত্মক ছিল না। তারই পথ ধরে ফাইনাল শেষে যান লাহারে পাকিস্তান সুপার লিগে খেলতে। যদিও পাকিস্তানের গণমাধ্যম জানায়, হাঁটুর ইনজুরির কারণে ব্যাংকক গেছেন তামিম। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেবেন। কিন্তু বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের বরাত দিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নতুন করে ইনজুরিতে পড়লে সেটা অবশ্যই বোর্ড জানত। এমন কিছু জানান নি তামিম।
এখন তামিমের পরিবার নিয়ে থাইল্যান্ড ভ্রমণের কথা ছিল। আর সেটাই করছেন তিনি। ২৫ মার্চ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লড়বে পেশোয়ার। ফাইনালের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তামিম।
Discussion about this post