শিরোপা পুনরুদ্ধারের পথে দাপটে এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরইমধ্যে সুপার সিক্সে খেলা নিশ্চিত হয়েছে। জয়ের ক্ষুধায় এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা। টানা জয়ে থাকা দলটি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মঙ্গলবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে লড়বে। অপেক্ষাকৃত খর্ব শক্তির দলটির বিপক্ষে মাঠে নামার আগেও আয়েশে নেই নাঈম ইসলামের দল। জয়ের ছন্দ ধরে রেখেই এগিয়ে যেতে চায় দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
অগ্রণী ব্যাংকের বিপক্ষে লিজেন্ডসরা ছুঁয়ে ফেলবে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে। ধানমন্ডির এই দলটিকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চোখ সাবেক চ্যাম্পিয়নদের। এখন টেবিলের দ্বিতীয় দল লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১তম স্থানে অগ্রণী ব্যাংক। সব মিলিয়ে মঙ্গলবারের লড়াইয়ে ম্যাচে এ দুদলের মধ্যে নিশ্চিতভাবেই এগিয়ে নাঈম ইসলামের দল।
এবারের প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত গতিতে আছেন রূপগঞ্জের ক্রিকেটাররা। নাঈম ইসলাম, নাইম হাসান, সালাউদ্দিন পাপ্পু, আবদুল মজিদরা রয়েছেন ফর্মের তুঙ্গে। দলটির প্রতিটি জয়েই তারা রেখেছেন অবদান। এদিকে বল হাতে ছন্দ ধরে রেখেছেন দুই পেসার মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শরীফ। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচে দেখা যেতে পারে নিদহাস ট্রফিতে দুর্দান্ত খেলে আসা টাইগার তারকা মুশফিকুর রহীমকে। আর সেটা হলে শক্তি আরো বেড়ে যাবে লিজেন্ডসদের।
চলতি ডিপিএলে এ পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রূপগঞ্জ। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আবাহনী। সমান ম্যাচে ৭ জয় ও ১ টাইয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সব মিলিয়ে লিগের লড়াই বেশ জমে উঠেছে।
Discussion about this post