ব্যাটে রান নেই, এনিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। এই ম্যাচে খারাপ খেললে হয়তো জাতীয় দল থেকেই ছেটে ফেলা হতো তাকে। কিন্তু বড় মঞ্চে এসে নিজেকে ফিরে পেলেন সাব্বির। নিদহাস ট্রফির ফাইনালে রোববার ভারতের বিপক্ষে ব্যাট হাতে করলেন ৭৭ রান। আর বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে তুলল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান।
সাব্বির ওয়ানডেতে আগের অর্ধশতক গতবছর মে মাসে। টি-টুয়েন্টিতে হাফসেঞ্চুরি আরও আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। অবশেষে রোববার কথা বলল তার ব্যাট। সাব্বির তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন। মিডলঅর্ডারে মুশফিকের সঙ্গে ৩৫ রানের এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গ ৩৬ রানের জুটি গড়েন। সাকিবের সঙ্গে মিলে ২৯ রান তুলেন।
সাব্বির শেষ পর্যন্ত ৫০ বলে ৭ চার, চারটি ছয়ে ৭৭ করে ফিরেন সাব্বির।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৮ (তামিম ১৫, লিটন ১১, সাব্বির ৭৭, সৌম্য ১, মুশফিক ৯, মাহমুদউল্লাহ ২১, সাকিব ৭, মিরাজ ১৯*, রুবেল ০, মুস্তাফিজ ০*; উনাদকাট ২/৩৩, সুন্দর ১/২০, চেহেল ৩/১৮, ঠাকুর ০/৪৫, শঙ্কর ০/৪৮)
Discussion about this post