সামনের বছর স্পেশাল অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। গেমসের আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশ সহ ৩০টি দেশের ফুটবলাররা এখন আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার আমিরাতের ফুজাইরায় বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনে হঠাৎ হাজির কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা! আর্জেন্টাইন ফুটবল ইশ্বরকে দেখে আনন্দে আত্মহারা হয়েছেন যান লাল-সবুজের ফুটবলাররা।
মাহমুদুল হাসান নামের একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড় বলছিলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না আমি কিংবদন্তি ম্যারাডোনার দেখা পেয়েছি’। বাংলাদেশ ইউনিফায়েড দল হল শারীরিকভাবে সুস্থ আর ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের নিয়ে গড়া দল। ১৫ জনের দলে ৮ জন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে খেলেন। বাকি ৭ জন থাকেন স্বাভাবিক জীবন যাত্রা করতে পারেন এমন ফুটবলার।
সবাই ম্যারাডোনাকে পেয়ে ছবি তুলে রাখতে ভুল করলেন না। দলের ডাক্তার হাফিজুর রহমান জানালেন ‘ম্যারাডোনার মতো ফুটবল মহাতারকার দেখা পেয়ে ছেলেরা বিস্ময়ে হতবাক। সবার সঙ্গে হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন, শুভকামনা জানিয়েছেন তিনি।’
প্রায় দশ মিনিটে সবার সঙ্গে থাকেন ডিয়েগো ম্যারাডোনা। আবুধাবির ফুটবল ক্লাব আল ফুজাইরাহর কোচের দায়িত্বে রয়েছেন তিনি।
Discussion about this post