নিদহাস ট্রফিতে বুধবার সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এখনো জেতা হয়নি। টুর্নামেন্টে প্রথম দেখাতেও দলটির কাছে হেরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া সেই সাফল্য কলম্বোর প্রেমাদাসা রাজাপাকসে স্টেডিয়ামে অনুপ্রেরনার উৎস হবে। নেপালে বিমান দুর্ঘটনায় মৃতদের স্মরণে ম্যাচে কালো ব্যাজ বাহুতে ধারন করে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে মাঠৈ নামবে দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে ‘চ্যানেল নাইন।’
ভারতের বিপক্ষে ৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে হেরেছে প্রতিটিতেই। সর্বশেষ ম্যাচে ৬ উইকেটের বড় হার।এ অবস্থায় প্রতিপক্ষের বোলিং নিয়ে ভাবছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আসলে ওদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, যেভাবে তারা বোলিং করছে। ওদের পুরো বোলিং ইউনিটই গতি বৈচিত্র খুব ভালো ভাবে করতে পারছে। শুধু পেসাররা নয়, স্পিনাররাও। ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল প্রায়ই অনেক মন্থর বল করছে, টার্নও করছে বল। পেসাররাও গতির হেরফের খুব ভালো করছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের।’
তবে জয়ে চোখ রিয়াদের। সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস–বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন ৭১ জন। সেদিই ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যাঁদের মধ্যে ২৫ জন বাংলাদেশি। গোটা বাংলাদেশই শোকাহত। যা স্পর্শ করেছে শ্রীলঙ্কায় অবস্থান করা টাইগারদের। রিয়াদ বলেন. ‘খবরটা শুনে খুবই মর্মাহত হয়েছি। শুনেছি, সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশি ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’
এই শোককে শক্তি পরিনত করেই বুধবার সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা।
Discussion about this post