নিদহাস ট্রফিতে ভিন্ন এক মেজাজ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারন এক জয়ের রেশ থাকতেই বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। তার আগে ফাইনালেও চোখ থাকছে দলের। ফাইনালে খেলারও স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক। মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ‘আমরা এই সফরে আসার আগে প্রথম লক্ষ্যই ছিল যে ফাইনাল খেলতে হবে। নিজেরা বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই ও ফাইনাল খেলব। লক্ষ্য, যত বেশি সম্ভব ম্যাচ জেতা।’ এক্ষেত্রে আজ ভারতকে হারাতে পারলে লক্ষ্যটা পূরণ হয়ে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে দল।
একটা জয়ের পর নেতৃত্বটাও উপভোগ করছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় জয় দিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর হাতে প্রথম ধরা দিল। বলছিলেন, “আলহামদুলিল্লাহ। এখন ভালো একটা অনুভূতি কাজ করছে।’ এরসঙ্গে আরো যোগ করলেন, ‘দেখুন, ভালো লাগা আছে। স্বস্তি আছে। চাপটা একটু কমমনে হচ্ছে। সত্যিই ভালো একটা অনুভূতি কাজ করছে। একা জয় দরকার ছিল। অধিনায়ক হিসেবে প্রথম জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। এটা পেয়ে ভাল লাগছে।’
ভারতের বিপক্ষে ম্যাচে চোখ রাঙাচ্ছে কলম্বোর আকাশ। স্থানীয় আবহাওয়া অফিস জানাচ্ছে ভারীবষর্ণ হতে পারে। যদিও তাতে ম্যাচ না হওয়ার সম্ভাবনা কমই। সেক্ষেত্রে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিশ্চয়ই বাংলাদেশকে হারানোর কৌশল নিয়েই মাঠে নামবেন।
ভারতের পর ১৬ মার্চ নিদহাস ট্রফিতে লিগ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ।
Discussion about this post