প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিরই দেখা হল। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে একেবারে অনায়াসে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার সালাউদ্দিন পাপ্পুর দুর্দান্ত ব্যাটিংয়ের পথ ধরে দল পেল ২৬ রানের সহজ জয়। ৯৫ বলে ১২ চার ও ৮ ছয়ে বিধ্বংসী শতরানে ভর করে আরেকটা জয় ধরা দিল লিজেন্ডসদের হাতে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হারাটাই যেন শাপেবর হল। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় রূপগঞ্জ। শুরুতেই আব্দুল মজিদকে নিয়ে ৪৬ রানের দারুণ সূচনা এনে দেন পাপ্পু। ২০ রানে আবুল হাসানের বলে মজিদ ফিরলেও অন্য প্রান্তে পাপ্পু ছিলেন ঝড়ো মেজাজে। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাইম হাসানের সঙ্গে এ ডানহাতি গড়ে তুলেন ১৫০ রানের জুটি। ৮১ বলে ৯ চার ও ৬ ছয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। সঙ্গে দলকে রানকে ৩৩.১ ওভারে দুইশর ঘড়ে নিয়ে যান। এরপরই অবশ্য সাজঘরের পথ ধরেন মোহাম্মদ নাইম (৪৫)।
পাপ্পুও ঝড় তুলে ফিরে যান প্যাভিলিয়নে। তার আগে রূপগঞ্জের এই ওপেনার করেন ৯৫ বলে ১২৫ রান। লিস্ট এ ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। রূপগঞ্জের অধিনায়ক নাঈম শেষ পর্যন্ত ৫৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৬১ রানে অপরাজিত থাকেন।
কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন আবুল হাসান ও তাইবুর রহমান।
জবাব দিতে নেমে কলাবাগানের দুই ওপেনার তাসামুল হক ও সারিভেটস গোসামি ১৪.৫ ওভারে ৬৫ রান করেন। এই জুটি ভাঙ্গেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এরমধ্যে ৬৭ বলে ৭ চারে ৬৪ রান করেন অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল। আর কলাবাগান নির্ধারিত ওভারের ১ বল বাকী থাকতে ২৮৮ রানে অলআউট হয়ে যায়।
রূপগঞ্জের সেরা বোলার আসিফ হাসান। ১০ ওভারে ৪৩ রানে ৩টি উইকেট নেন তিনি। রসুল ৫০ রানে নেন ৩টি উইকেট। মোহাম্মদ শহীদ ২টি ও ১টি করে উইকেট নেন মোশাররফ হোসেন, নাঈম ইসলামরা।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচসেরা সালাউদ্দিন পাপ্পু।
লিগে এটি নবম ম্যাচে রূপগঞ্জের ষষ্ঠ জয়। এ জয়ে প্রাইম দোলেশ্বরকে (১১ পয়েন্ট) পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল লিজেন্ডসরা (১২ পয়েন্ট)। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। আর সপ্তম হার দেখে কলাবাগান ৪ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে সবার নিচে।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩১৪/৫ (মজিদ ২০, পাপ্পু ১২৫, নাইম ৪৫, নাঈম ৬১*, রসুল ৩২, নাজমুল ১২, তুষার ১০*; শাহাদাত ০/৫০, হাসান ২/৪৯, নাবিল ০/৩৩, ফেরদৌস ০/৫৯, মুক্তার ০/৭৩, মাহমুদুল ০/২৮, তাইবুর ২/১৯)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.৫ ওভারে ২৮৮/১০ (গোস্বামী ৭৫, তাসামুল ২৩, আশরাফুল ৬৪, তাইবুর ২, মাহমুদুল ৩০, মুক্তার ৪, হাসান ৩৪, ফারুক ২৯, শাহাদ্ত ২, ফেরদৌস ১৪, নাবিল ২*; শহীদ ২/৬২ রসুল ৩/৫০, মোশাররফ ১/৫৯, আসিফ ৩/৪৩, শরীফ ০/১৭, নাঈম ১/৫২)
ফল: লিজেন্সড অব রূপগঞ্জ ২৬ রানে জয়ী
ম্যাচসেরা: সালাউদ্দিন পাপ্পু
Discussion about this post