টি-টোয়েন্টিতে সেই একই গল্প। ব্যর্থতার বৃত্তেই বন্ধী থাকল বাংলাদেশ। নিদহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে সেই হতাশা কাটিয়ে উঠা হল না। বরং ভারতের কাছে বৃহস্পতিবার ৬ উইকেটে হারল বাংলাদেশ। এনিয়ে দলটির কাছে টানা ৬টি টি-টুয়েন্টি ম্যাচে হারল টাইগাররা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তুলে মাত্র ১৩৯ রান। আর সেই সংগ্রহ ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ভারত। নিদহাস ট্রফির প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা সামলে উঠল রোহিত শর্মার দল।
দিবারাত্রির এই ম্যাচে পাঁচ বিশেষজ্ঞ বোলার ও ছয় ব্যাটসম্যান নিয়ে নিজেদের প্রথম ম্যাচের একাদশ সাজায় বাংলাদেশ। তারপরও ব্যাট করতে নেমে লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি দল। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানকে মামুলি ছাড়া আর কিইবা বলা যায়? দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান তুলেন লিটন দাস। সাব্বির রহমানের ব্যাটে ৩০ রান। ক্রিজে কিছুক্ষণ থিতু হয়েই ফিরে যান তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। মনে হচ্ছিল উইকেটে আসা আর যাওয়ার দায়টাই যেন সারছিলেন টাইগার ব্যাটসম্যানরা।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জয়দেব উনাদকাট। বিজয় শঙ্কর ২ উইকেট নেন ৩২ রানে।
এরপর জবাবে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচের নিয়ন্ত্রন হারায় নি ভারত। এরমধ্যে ফর্মে থাকা শিখর ধাওয়ান করেন ৫৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৮ (তামিম ১৫, সৌম্য ১৪, লিটন ৩৪, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ১, সাব্বির ৩০, মিরাজ ৩, তাসকিন ৮*, রুবেল ০, মুস্তাফিজ ১*; উনাদকাট ৩/৩৮, ওয়াশিংটন ০/২৩, ঠাকুর ১/২৫ চেহেল ১/১৯, শঙ্কর ২/৩২)
ভারত: ১৮.৪ ওভারে ১৪০/৪ (রোহিত ১৭, ধাওয়ান ৫৫, পান্ত ৭, রায়না ২৮, মনিশ ২৭*, কার্তিক ২*; মুস্তাফিজ ১/৩১, তাসকিন ১/২৮, রুবেল ২/২৪, মিরাজ ০/২১, সৌম্য ০/৮, মাহমুদউল্লাহ ০/১১, নাজমুল ০/১৫)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বিজয় শঙ্কর
Discussion about this post