সেই যে গত বছরের শেষ প্রান্তে চন্ডিকা হাথুরুসিংহে কোচের পথ ছেড়েছেন। তারপর আর হেড কোচের দেখা পায়নি বাংলাদেশ। যার অভাবটা বেশ ভাল করেই চোখে পড়েছে। এ কারণেই নড়েচড়ে বসেছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। জানা গেল এপ্রিলের শুরুতেই টাইগাররা পেতে পারেন নতুন কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার তেমনটাই জানালেন।
এখন প্রশ্ন ভাসছে তাহলে সেই হেড কে? এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে পাপন জানালেন, পরিচিত একজনকেই কোচ হিসেবে নিয়ে আসছেন তারা। আরা বলেন, ‘এখন যার সঙ্গে চলছে (আলোচনা), আমাদের জানা মতে সে এপ্রিলে যোগ দেবে দলের সঙ্গে। আমার ধারণা, এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে পারে। তবে যতক্ষণ না আসে, আর কিছু বলতে চাচ্ছি না।’
পাপন আরো বলেন, ‘প্রধান কোচ যাকে বেছে নেওয়া হয়েছে, তিনি ভালোই। সকলে জানে-চেনে, এমন একজনই। হাথুরুসিংহে যেমন আনকমন ছিল ওই সময়টায়, তেমন নয়। এটা চেনা নাম।’
চলতি শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের হেড কোচ হিসেবে আছেন কোর্টনি ওয়ালশ।
Discussion about this post