টানা দুই জয় দিয়ে চেনা ছন্দে ফিরেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু আগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে একটুর জন্য সব এলোমেলাে হয়ে গেল। তীরে এসেও তরী ঠিক মতো নোঙর করল না। শেষ ওভারের রোমাঞ্চে মাত্র ১ উইকেটে হেরে বসে লিজেন্ডসরা। সেই দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ভুলে বৃহস্পতিবার জয় চাইছে নাঈম ইসলামের দল। ঢাকা প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা এই ম্যাচ দিয়েই ফের জয়ে ফিরতে চাইছে।
লিগের পয়েন্ট তালিকায় এখন চতুর্থস্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃহস্পতিবারের ম্যাচের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি রয়েছে সাতে। এ দিক থেকে নিশ্চিত করেই এগিয়ে লিজেন্ডসরা। ফেভারিটের মতো মাঠের ক্রিকেটেও ছন্দ ধরে রাখতে চান নাঈম। এরইমধ্যে আগের ম্যাচের ভুল-ভ্রুটি সামলে নিতে ব্যাটসম্যানরা নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বোলাররা দেখে নিয়েছেন নিজেদের।
অবশ্য লিগের এ পর্যন্ত রূপগঞ্জের ব্যাটসম্যানরা বেশ ভালই ছন্দে আছে। সমস্যা শুধু বোলিং-ফিল্ডিংয়ে। সেটা মাথায় রেখেই নামছে দল। এবারের লিগে এ পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রূপগঞ্জ। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড।
Discussion about this post