দারুণ ছন্দে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। আরেকটি জয়ের দ্বারপ্রান্তে থাকলেও শেষ ওভারের নাটকীয়তায় ছন্দপতন! তাদের বিপক্ষে রোববার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবাগত দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ উইকেট জিতল। শেষ বলে চার হাঁকিয়ে রায়হান উদ্দিন ম্যাচের চিত্রটা পাল্টে দেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা ৩ উইকেটে ২৬৮ রান তুলে। ওপেনার মোহাম্মদ নাইম ৯৩ রান তুলেন। দলের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল ৬৬ বলে ১১ চার ও ২ ছয়ে ৮৮ রানের অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন।
এরপর বল হাতে নেমেও রূপগঞ্জের বোলাররা সাফল্য তুলে নেয়।
৬২ রানের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয় দলটি। এরপরই সাবেক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর তুলে ফেলেন শাইনপুকুরের সাদমান ইসলাম (৯৫)।সঙ্গে ভারতীয় রিক্রুট উদয় কাল (৬১) দারুণ লড়েন। এ জুটিতে দলীয় স্কোর বোর্ডে তারা যোগ করে ১২১ রান।
মোহাম্মদ শহীদের করা শেষ ওভারে শাইনপুকুরের প্রয়োজন ছিল ৭ রান। ৪ বলে ৬ রান তুলে তুলে তারা। পঞ্চম বলে রান আউট মোহাম্মদ সাইফ উদ্দিন। এরপরই শহীদকে আরেকটি চার হাঁকিয়ে শেষ বলে দলকে লক্ষ্যে নিয়ে যান রায়হান।
রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার শহীদ। মোশাররফ হোসেন ও পারভেজ রসুল নিয়েছেন ২টি করে উইকেট।
এ হারে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন থেকে চারে নেমে গেল রূপগঞ্জ। সমান ম্যাচে সমান জয়ে রান রেটে এগিয়ে থেকে তিনে জায়গা করে নিয়েছে শাইনপুকুর। ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আবাহনী লিমিটেড। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৮/৩ (মজিদ ২৫, মোহাম্মদ নাঈম ৯৩, নাঈম ইসলাম ৩৮, রসুল ৮৮*, মিলন ১২*; সাইফুদ্দিন ০/৪৬, হাওদালার ০/৮১, নাইম ১/৩৫, শুভাগত ১/২১, আফিফ ০/৩৩, রায়হান ১/৫১)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭২/৯ (সাদমান ৯৫, সাব্বির ১১, ফারদিন ৯, তৌহিদ ১১, কাল ৬১, আফিফ ২৯, শুভাগত ১৮, সাইফুদ্দিন ১৯, নাইম ২, রায়হান ১০*, সুজন ০*; শহীদ ৩/৫০, রসুল ২/৩৭, নাঈম ১/৪৯, শরীফ ০/৪৪, আফিস ০/৪০, মোশাররফ ২/৪৪)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাদমান ইসলাম
Discussion about this post