কিছুতেই ইনজুরি থেকে চটজলদি মুক্তি মিলল না। শেষ পর্যন্ত নিদহাস ট্রফি থেকেও নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন সাকিব আল হাসান। এর আগে এই অলরাউন্ডার মিস করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ। এ অবস্থায় শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজেও নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
যদিও ধারনা করা হচ্ছিল ৬ মার্চ থেকে শুরু হওয়া নিদহাস ট্রফিতে খেলবেন সাকিব। শুরুতে দলেও রাখা হয় তাকে। কিন্তু অপ্রত্যাশিতভাবে আঙুলের চোট সেরে না ওঠায় সফরে যাওয়া হল না তার। সাকিবকে রেখেই রোববার শ্রীলঙ্কায় উড়ে গেল টাইগাররা। এ অবস্থায় দ্রুত সুস্থ হতে মরিয়া সাকিব এবার উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বিশেষজ্ঞদের পরামর্শ নিতেই সেখানে যাবেন তিনি।
তারও আগে চিকিৎসকদের পরামর্শ নিতে থাইল্যান্ড গিয়েছিলেন সাকিব।
বলা দরকার, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁ হাতের আঙুলের নিচে ব্যাথা পান সাকিব। তার আঙুলে লেগেছে মোট চারটি সেলাই। তারপর থেকেই আছেন মাঠের বাইরে।
Discussion about this post