মাঠে গড়াচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। মঙ্গলবারই শুরু হচ্ছে লিগের উত্তেজনা! ঢাকায় আর কোনো মাঠ তৈরি নেই তাই ঢাকা লিগ চলে গেছে রাজধানীর বাইরে। প্রথম রাউন্ডে রাজধানীতে কোনো খেলা নেই। এ পর্বের ভেন্যু বিকেএসপি দুই নম্বর মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এক দিন তিনটি করে ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া, রানার্সআপ গাজী ট্যাংক ও তৃতীয় স্থান পাওয়া প্রাইম ব্যাংক প্রথম দিনই মাঠে নামবে। বিকেএসপিতে ভিক্টোরিয়া খেলবে নবাগত কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। রানার্সআপ গাজী ট্যাংক খেলবে আরেক নতুন দল খেলাঘর সমাজকল্যাণ পরিষদের সঙ্গে বগুড়ায়। আর রাজশাহীতে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গতবার রেলিগেশন লিগ খেলে বেঁচে যাওয়া ব্রাদার্স। আজকের পর কাল বুধবার রিজার্ভ ডে।
এবারের লিগে পাকিস্তানিরা নেই এবার। বিপিএলে শেষ সময় পাকিস্তানি ক্রিকেটারদের না করে দেওয়া পিসিবি ঢাকা লিগের জন্যও অনুমতি দেয়নি। দলবদল হয়েছে লটারিতে। তাই দলগুলোর শক্তির ব্যবধান খুব একটা নেই!
কোন ক্লাবে কে খেলছেন-
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
নাসির হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মাইশুকুর রহমান, মনির হোসেন, রবিউল ইসলাম শিবলু, যুবায়ের আহমেদ, মোহাম্মদ শরীফ, শাকের আহমেদ, সাজেদুল ইসলাম, লাভলু রহমান, রাসেল আল মামুন, নিয়ামুল হাসান তাজ, নাদিম।
প্রাইম ব্যাংক
জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, সৈকত আলী, মাহমুদুল হাসান, তৈয়বুর রহমান, তাপস বৈশ্য, রেজাউল করিম রাজীব, ডলার মাহমুদ, আবদুর রহমান রনি, ফরিদউদ্দিন মাসুদ, গোলাম মাবুদ, ইমন দাশ, আরিফুল ইসলাম সবুজ।
গাজী ট্যাংক
মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আরাফাত সানি, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন মুন্না, রকিবুল হাসান, হামিদুল ইসলাম হিমেল, রুবেল হোসেন, আফতাব আহমেদ, মোহাম্মদ শহীদ, আনোয়ার হোসেন, শেখ তারিকুজ্জামান, কাজী রিয়াজুল ইসলাম কাজল, ইমন আহমেদ।
শেখ জামাল ধানমন্ডি লিমিটেড
মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, জহুরুল ইসলাম, ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকী, শুভাশীষ রায়, তানভীর হায়দার খান, শফিউল ইসলাম, তুষার ইমরান, আবুল বাশার, ইয়াসিন আরাফাত, আশিকুজ্জামান, নাহিদ, দিদার হোসেন ইমরান, রুবায়েত হক।
আবাহনী লিমিটেড
লিটন কুমার দাশ, আলাউদ্দিন বাবু, তাপস ঘোষ, নাবিল সামাদ, শাহরিয়ার নাফীস, আল-আমিন, মোহাম্মদ আল-আমিন, মোসাদ্দেক হোসেন সৈকত, আসলাম আলী, ইফতেখার নাঈম, নাজিমউদ্দিন, মো. রাব্বি, মো. শাহজাদা, রেজাউল ইসলাম রাজন।
মোহামেডান স্পোর্টিং লিমিটেড
শামসুর রহমান শুভ, সাকলায়েন সজীব, ধীমান ঘোষ, মুক্তার আলী, মাশরাফি বিন মর্তুজা, মুরাদ খান, জুপিটার ঘোষ, রাজিন সালেহ, দেলোয়ার হোসেন, ইজাজ আহমেদ, শাহীন হোসেন, সায়েম আলম রিজভী, হাবিবুর রহমান জনি।
প্রাইম দোলেশ্বর
সাব্বির রহমান, মমিনুল হক, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, রনি তালুকদার, সোহাগ গাজী, রবিউল ইসলাম রবি, আরমান হোসেন, কাজী কামরুল ইসলাম, আশরাফুল হক শান্ত, আসলাম খান, মেহেদী হাসান মারুফ, শফিউল আলম, গোলাম করীব সোহেল।
কলাবাগান ক্রীড়া চক্র
সাকিব আল হাসান, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, ফরহাদ হোসেন, নাদীফ চৌধুরী, নাসিরউদ্দিন ফারুক, সাজু দত্ত, শাহাদাত হোসেন রাজীব, তাসামুল হক, সৈয়দ রাসেল, মাহবুবুল করিম মিঠু, ইমামুল হোসেন, রকিবুল হাসান রকি, জাবিদ হোসেন।
ব্রাদার্স ইউনিয়ন
তামিম ইকবাল, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, অলক কাপালি, মেহরাব জুনিয়র, নাফিস ইকবাল, জসীমউদ্দিন, ইমতিয়াজ হোসেন তান্না, তারেক আজিজ খান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুস সাদাত, রায়হানউদ্দিন আরাফাত, ইফতেখার সাজ্জাদ রনি, আহসানুল হক, ভিক্টর বড়ুয়া।
খেলাঘর
ফয়সাল হোসেন ডিকেন্স, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সালাউদ্দিন, আরিফুল হক, ফজলে রাব্বি, নিজামউদ্দিন রিপন, মোহাম্মদ আজিম, মনোয়ার হোসেন, রাহী, মোহাম্মদ ফোরকান, গাজী সালাউদ্দিন, রাকিব গোমস্তা, মাসুম খান টুটুল, এসএম জাকারিয়া, নিয়াজ মোর্শেদ পল্টু।
কলাবাগান ক্রিকেট একাডেমি
মার্শাল আইয়ুব, সগীর হোসেন, নাজমুল অপু, মোহাম্মদ শরীফুল্লাহ, মিজানুর রহমান, জাকারিয়া মাসুদ, আবদুল মজিদ, অভিষেক মিত্র, তালহা যুবায়ের, মোহাম্মদ নুরুজ্জামান, আরমান বাদশা, মোহাম্মদ আসিফ হাসান, মাকসুদুল হাসান রাহাত, তৌহিদুল ইসলাম।
ক্রিকেট কোচিং স্কুল
নাজমুল হাসান মিলন, নুরুল হাসান, আসিফ আহমেদ রাতুল, বিশ্বনাথ হালদার, অমিতাভ রহমান নয়ন, অমিত মজুমদার, কামরুল ইসলাম রাব্বি, উত্তম সরকার, সালমান হোসেন ইমন, শাফাক আল জাবির, ইমামুল মুস্তাকিম, রিফাতুজ্জামান অভি, সুব্রত সরকার, ইসলামুল আহসান আবীর।
Discussion about this post