পাকিস্তান সুপার লিগের অভিষেকেই আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের এই পেসার মুলতান সুলতানসের বিপক্ষে বল হাতে আগুণ ঝরালেন। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪ ওভারে ২২ রান দিয়ে বাংলাদেশের কাটার মাস্টার তুলে নেন ২ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের পরও ৫ উইকেটে ১৭৯ রান করে মুলতান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে ১৩৬ রানে অলআউট লাহোর। মুলতান জিতে ৪৩ রানে।
মুস্তাফিজ ৪ ওভারের কোটা পূরণ করে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। মুলতানের শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে আউট করে দ্বিতীয় উইকেটের পান কাটার মাস্টার। ৫ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬৩ করেন সাঙ্গা। বাঁহাতি পেসারের আরেক শিকার আহমেদ শেহজাদ।
এরপর লাহোরকে তছনছ করে দেন জুনায়েদ আর ইমরান তাহির। মাত্র ৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাহোর। হ্যাটট্রিক করা বাঁহাতি পেসার জুনায়েদ ২৪ রানে তুলেন ৩ উইকেট। তাহির ৩ উইকেট পান ২৭ রানে। দুটি করে উইকেট মোহাম্মদ ইরফান ও কাইরন পোলার্ডের।
Discussion about this post