মুশফিকুর রহীম আগেও জানিয়েছেন, বরাবরই তার প্রিয় খাবারের তালিকায় আছে নানা পদের মাছ। আর এ কারণেই ঢাকায় তার পছন্দের রেস্টুরেন্ট ম্যানহাটন ফিশ মার্কেট। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর আহমেদ টাওয়ারে এই আন্তর্জাতিক ফুড চেইন রেস্টুরেন্টে সোমবার রাতে তারার মেলা বসেছিল। মুশফিকের সঙ্গে পুরো লিজেন্ডস অব রূপগঞ্জ দলটাই যে হাজির! দলটির অন্যতম শীর্ষ কর্মকর্তা তারিকুল ইসলাম টিটোর সঙ্গে যোগ দিলেন সংগঠকরাও। যেন রীতিমতো উৎসব আমেজ চলে আসে।
আরো একবার ম্যানহাটন ফিশ মার্কেটের খাবারে তৃপ্ত হলেন মুশফিকুর রহীম। লিজেন্ডস তারকা সোমবার হাসিমুখে জানালেন, ‘এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি। আমি নিজে মাছ খুবই পছন্দ করি। এই লোভেই বারবার এখানে আসা যায়। আমি এখানকার খাবার আর পরিবেশ দেখে মুগ্ধ। সময় পেলে সামনে আবারো রসনা তৃপ্ত করতে এখানে আসবো।’
আপাতত জাতীয় দলের মিশন শেষ। এবার ক্লাব ক্রিকেট খেলবেন মুশফিকুর রহীম। আরেকটু সরাসরি বলা যায় লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার আগে সোমবার পুরো দল নিয়ে তিনি রাতের খাবার খেলেন রাজধানীর খাবার প্রেমীদের কাছে এক নামে পরিচিত দ্য ম্যানহাটন ফিশ মার্কেটে। নিজেদের চাঙ্গা করে নিলেন লিজেন্ডসরা।
আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের সঙ্গে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ।
Discussion about this post