টানা দুই জয়ের পর ছন্দ হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ। শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের কাছে ৫ উইকেটে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে ব্যাট করতে নামে লিজেন্ডসরা। তারা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৪৭ রান। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৮ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। দলের এনামুল হক করেন ৭৭ রান। সাইফ হাসানের ব্যাটে ৭৮। মোশাররফ হোসেন নেন দুটি উইকেট।
তবে আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ হল আবারো। বিশেষ করে আবাহনীর ইনিংসে দুটো আউট নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ইনিংসের শুরুতেই ফিরে যেতে পারতেন সাইফ হাসান। কিন্তু আসিফ হাসানের বলে কটবিহাইন্ড এড়িয়ে যান আম্পায়ার নাদির শাহ। এরপর ইনিংসের শেষ দিকে আবাহনীর জিততে ৩৬ বলে দরকার ছিল ৩০ রান। তখন আম্পায়ার তানভীর আহমেদ একটি আউট দেওয়া থেকে বঞ্চিত করেছেন রূপগঞ্জকে। তখন মোহাম্মদ শহীদের বলে মেহেদী হাসান মিরাজ শট মিডঅফে ক্যাচ দিয়েও বেঁচে যান! তাতেই খেলার মোড় ঘুরে যায়।
শনিবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। তার সিদ্ধান্তটা যৌক্তিক করে তুলেন মজিদ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এদিনও ছিলেন দারুণ দাপটে। ৭৬ বলে তুলে নেন ফিফটি। অন্য প্রান্তে ওপেনার সালাউদ্দিন পাপ্পু অবশ্য ফিরে যান ২০ রানে। অভিষেক মিত্র করেন ১৮ রান। অধিনায়ক নাঈমের ব্যাট থেকে অবশ্য কোন রানই আসেনি। আবাহনীর মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।
এরইমধ্যে ১১৪ বলে ৮৯ রান তুলে ফিরে যান মজিদ। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা! এরপর পারভেজ রসুল ৫০ বলে করেন ৩৩ রান। মোশাররফ হোসেন রুবেল ২৯ ও সমান রান আসে নাজমুল হোসেন মিলনের ব্যাট থেকে।
আবাহনীর তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। দুটি করে শিকার সানজামুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৪৭/৮ (মজিদ ৮৯, পাপ্পু ২০, অভিষেক ১৮, নাঈম ০, রসুল ৩৩, তুষার ৫, মোশাররফ ২৯, নাজমুল ২৯, আশিক ৮*, শহীদ ৮*; তাসকিন ৩/৬১, মাশরাফি ০/৬৩, সানজামুল ২/২৭, মিরাজ ২/২৫, সাকলাইন ১/৪৮, নাসির ০/২৩)
আবাহনী: ৪৮ ওভারে ২৫৩/৫ (এনামুল ৭৭, সাইফ ৭৮, শান্ত ২৫, নাসির ৩৪, রানা ৩, মোসাদ্দেক ১৪*, মিরাজ ২১*; শহীদ ০/৭৮, আসিফ ১/৪৯, মোশাররফ ২/৪১, রসুল ০/৩৭, নাঈম ০/১৮, তুষার ০/৬, আশিক ১/২৩)
ফল: আবাহনী ৫ উইকেট জয়ী
ম্যাচসেরা: সাইফ হাসান
Discussion about this post