এবারো হল না। জয় অধরা হয়েই থাকল। টি-টুয়েন্টিতে নিজেদের সেরা ইনিংস খেলেও হারল বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশকে ৬ উইকেট হারিয়ে টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ১৮ ফেব্রুয়ারি সিলেটে সমতায় ফেরার সুযোগ থাকছে টাইগারদের।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে করে ১৯৩ রান। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।
৪ ক্রিকেটারের অভিষেকের দিনে মুশফিকুর রহীম ও সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা ব্যাটিং করলেন। এভাবেই দল পেয়ে যায় নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস।আগের সেরা ইনিংসটি ছিল ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। ৫ উইকেটে ১৯০ রান তুলেছিল দল।
চোটের কারণে তামিম ইকবাল ছিলেন না। তার পরিবর্তে খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নবাগত জাকির হাসানকে। তিনি ছাড়াও এই টি-টুয়েন্টি লড়াইয়ে অভিষেক হল আরিফুল হক, আফিফ হোসেন ও নাজমুল অপুর।
ম্যাচে ক্যারিয়ারে প্রথম পঞ্চাশ ছুঁয়ে সৌম্য ফিরেন ৫১ রানে মুশফিক অপরাজিত ছিলেন ৬৬ রানে। রিয়াদের ব্যাটে ৪৩।
জবাব দিতে নেমে ঠিক চ্যাম্পিয়নের মতোই খেলেছে সফরকারীরা। কুসল মেন্ডিস নিজের প্রথম ফিফটি তুলে নেন। ২৫ বলে পঞ্চাশ স্পর্শ পূর্ণ করেন মেন্ডিস। দানুশকা গুনাতিলাকা খেলেন ১৫ বলে রানের ইনিংস। বাকী সেরে ফেলেন দানুশ সানাকা আর থিসারা পেরেরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৯৩/৫ (জাকির ১০, সৌম্য ৫১, মুশফিক ৬৬*, মাহমুদউল্লাহ ৪৩, সাব্বির ১, আরিফুল ১*; মাদুশাঙ্কা ০/৩৯, গুনাথিলাকা ১/১৬, উদানা ১/৪৫, থিসারা ১/৩৬, দনঞ্জয়া ০/৩২, জিবন ২/২১)
শ্রীলঙ্কা: ১৬.৪ ওভারে ১৯৪/৪ (কুশল ৫৩, দানুশকা ৩০, দানুস ৪২, পেরেরা ৩৯; নাজমুল ২/২৫, আফিফ ১/২৬)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
Discussion about this post