সাকিব আল হাসানের ইনজুরিতে আবারো নেতৃত্ব দেয়ার সুযোগ এসে গেল। টেস্ট সিরিজের পর টি-টুয়েন্টিতেও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল হলেও তাকে অজানা কারণে বিবেচনায় নেয়নি বোর্ড। টি-টুয়েন্টিতেও সহ-অধিনায়ককে বেছে নিল না বিসিবি।
তামিমকে সহ-অধিনায়ক ঘোষণার পর এখন তাকে নেতৃত্ব না দিয়ে মাহমুদউল্লাহকে অধিনায়ক করার প্রশ্ন উঠেছে- তাহলে সহ-অধিনায়ক পদটির মানে কি?
অবশ্য এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের আগেও একই ঘটনা দেখা গিয়েছিল। তখনে সহ-অধিনায়ক তামিম। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহীমের চোট পাওয়ার পর তামিমকে না দিয়ে নেতৃত্ব দেওয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে।
এদিতে ইনজুরিতে লঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টিতে না খেলা সাকিব আল হাসানের বদলি হিসেবে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর নাম ঘোষণা করেছে বিসিবি। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। এই স্পিনারকে দিয়ে ১৫ সদস্যের টি-টুয়েন্টি স্কোয়াডে নতুন মুখ ৬টি।
বাংলাদেশ দল টি-টুয়েন্টি
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু।
Discussion about this post