গতবারের পুনরাবৃত্তিই হল। এবারো ইউএস ওপেনের ট্রফি উঠল সেরেনা উইলিয়ামসের হাতে। সেই ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে হারিয়ে পেলেন আরো একটা গ্র্যান্ড স্ল্যম।
এনিয়ে পঞ্চমবার ইউএস ওপেন জিতলেন ১৭ দিন পর ৩২ এ পা দিতে যাওয়া সেরেনা। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এটি ১৭তম গ্র্যান্ড স্লাম একক ট্রফি।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে ৭-৫, ৬-৭, ৬-১ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আজারেঙ্কাকে। টেনিসের পেশাদারিত্বের যুগে এত বেশি বয়সে ইউএস ওপেন জেতেনি কোনো নারী খেলোয়াড়। ১৯৭৩ সালে সেই রেকর্ড গড়েছিলেন মার্গারেট কোর্ট। ৩১ বছর ১ মাস ২৩ দিন বয়সে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি।
Discussion about this post