তার মতো ধারাবাহিক সাফল্য পাওয়া ক্রিকেটারের সংখ্যা হাতে গোনা। ক্যারিয়ারে শুরু থেকেই সমান তালে কথা বলছে বিরাট কোহলির ব্যাট। হয়তো একটা দুটো ম্যাচে কথা বলেনি তার ব্যাট। কিন্তু কখনোই লম্বা সময় জুড়ে রান খরায় ভুগেন নি তিনি। তারই পথ ধরে রেকর্ডও সঙ্গী হয়েছে কোহলির। এই যেমন এবার তার সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হল। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দলকে জেতাতে পারেননি ভারত অধিনায়ক। তবে আরো এক রেকর্ডে নাম লিখিয়েছেন কোহলি।
ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে ঢুকে পড়লেন তিনি। এদিন ৭৫ রান করে টপকে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ৩৩৪ ম্যাচে করেন ৯ হাজার ৩৭৮ রান। ২০৬ ম্যাচেই তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। এ অবস্থায় তার সংগ্রহ ৯ হাজার ৪২৩ রান।
সংগতভাবেই শীর্ষে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে তার করেছেন রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান। দ্বিতীয় স্থানে সৌরভ গাঙ্গুলি, ১১ হাজার ২২১ রান। তিনে থাকা রাহুল দ্রাবিড়, ১০ হাজার ৭৬৮ রান। ৯ হাজার ৭৮০ রান নিয়ে এরপরই মহেন্দ্র সিং ধোনি। তারপরই বিরাট কোহলি। এক সময় হয়তো সবাইকেই ছাড়িয়ে যেতে পারেন তিনি।
Discussion about this post