শেষ পর্যন্ত আশঙ্কটাই সত্য হল। টেস্টের পর টি-টুয়েন্টি সিরিজেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। যদিও অধিনায়ক হিসেবেই তাকে দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু রোববার সাকিব নিজেই নিশ্চিত করলেন সিরিজের বাকিটাতে খেলা হচ্ছে না তার।
আগামী ১৫ ও ১৮ ফেব্রুয়ারি হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।
রোববার দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন সাকিব। তখনই সাকিব জানান, ‘হাতের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে আরো দুই সপ্তাহ সময় লাগবে। তাতে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছি না। আশা করি সামনের নিদহাস ট্রফিতে মাঠে ফিরতে পারবো।’
আগামী মার্চে শ্রীলঙ্কা তাদের দেশে ভারত ও বাংলাদেশকে নিয়ে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে। সেই টুর্নামেন্টে দেখা যাবে হাতে চোট পাওয়া এই অলরাউন্ডারকে। টেস্টে সাকিব না থাকায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টুয়েন্টিতে তাকেই দ্বায়িত্ব দিতে পারে বিসিবি। যদিও এনিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।
জানা গেছে সাকিবের আঙুলের সেলাই খোলা হয় শনিবার সন্ধ্যায়। ক্ষত শুকিয়েছে। তবে এখনই মাঠে নামার মতো অবস্থায় নেি॥ বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, রোববার শুরু হয়েছে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। কনিষ্ঠ আঙুলে দশটি সেলাই পড়েছে। সেই ধাক্কা সামলানো সহজ নয়।
Discussion about this post