কিছুতেই স্বস্তি নিয়ে দিনটা শেষ করতে পারল না বাংলাদেশ। অথচ শ্রীলঙ্কাকে ১ম ইনিংসে চটজলদি অলআউট করে হাসিমুখে মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদরা। কিন্তু এরপরই নিজেরা ব্যাট হাতে নেমে মুদ্রার অন্য পিঠটাও দেখছেন। চট্টগ্রামের উইকেটে অনায়াসে রান উঠলেও ঢাকায় সেটা হচ্ছে না। মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বৃহস্পতিবার বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। এখনো স্বাগতিকরা পিছিয়ে আছে ১৬৬ রানে। লিটন দাস ২৪ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে ব্যাট করছেন।
এর আগে সকালে মিরপুরের শেরেবাংলায় টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪ বছর পর দলে ফেরা আব্দুর রাজ্জাক আর তাইজুল ইসলামের বোলিং তোপে পড়ে নাজেহাল হয়ে যায়। দুই স্পিনারই নেন ৪টি করে উইকেট। এই ম্যাচে দুই প্রান্ত দিয়ে স্পিন আক্রমনে শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। যা কীনা প্রায় দেড়শ বছরেরও পুরনো টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটল।
সেই ম্যাচে ২২২ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় টাইগাররা। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই আউট তামিম ইকবাল। আরেক ওপেনার ইমরুল কায়েস ক১৯ রানে ধরেন সাজঘরের পথ। আর মুমিনুল হক ও মুশফিকুর রহীম উইকেটটা বিলিয়ে দিয়ে ফিরে আসেন। সন্দেহ নেই আজ ব্যাটসম্যানদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২ (মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ডি সিলভা ১৯, গুনাথিলাকা ১৩, চান্দিমাল ০, সিলভা ৫৬, ডিকভেলা ১, দিলরুয়ান ৩১, দনঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমল ৪*; মিরাজ ১৩-০-৫৪-০, রাজ্জাক ১৬-২-৬৩-৪, তাইজুল ২৫.৩-২-৮৩-৪, মুস্তাফিজ ১১-৪-১৭-২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২২ ওভারে ৫৬/৪ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৪*, মিরাজ ৫*; লাকমল ৭-৩-১৫-২, দিলরুয়ান ৮-৩-২৫-১, দনঞ্জয়া ৩-১-৪-০, হেরাথ ৪-০-১১-০)।
Discussion about this post