জীবনের নতুন বাঁকে পা রেখেছেন মুশফিকুর রহীম। একদিন আগে বাবা হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মঙ্গলবার সঙবাদ সম্মেলনে তার বড় পরিচয় যেন নতুন বাবা। ছেলের জন্য চাইলেন দোয়া মুশি। জান্নাতুল কিফায়াত মন্ডি-মুশফিকের ঘর আলো করে এক পুত্র সন্তান এসেছে সোমবার। এরপর হাসিমুখে প্রথমবারের মতো মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন, ‘খুবই ভালো লাগছে। বাবা হওয়ার অনুভূতিটা বলে বোঝানো যাবে না। সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং আমার সহধর্মিনীও যেন সুস্থ থাকে। সে যাতে মানুষের মতো মানুষ হয়, দেশবাসীর কাছে সেই দোয়া চাই আমি।’
ব্যক্তিগত জীবনে দ্বায়িত্বটা আরো বেড়ে গেল মুশফিকের। তবে টেস্ট দলে চাপ অনেকটাই কমেছে। নেতৃত্বে নেই। এমন কী এখন উইকেট কিপিংও করতে হচ্ছে না। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই আছেন দলে। এনিয়ে আক্ষেপ নেই তার। বলছিলেন, ‘দেখুন, অধিনায়ক হলে দলে অটোমেটিক চয়েজে থাকা যায়। আর বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেললে অবশ্যই পারফরম্যান্স করতে হবে। গত টেস্টে আমি চেষ্টা করেছি আমার দলকে সেরাটা দিতে। এ অবস্থায় সামনের ম্যাচে চেষ্টা করব আরও বেশি রান করার।’
এখানেই শেষ নয়, মুশফিক আরো বললেন, ‘এর আগে দায়িত্ব ছিল কয়েকটা এখন একটা। অধিনায়ক থেকে কিপিং করেও অনেক সময় রান পেয়েছি, আবার অনেক সময় শূন্য রানে আউট হয়েছি। আবার একটি দায়িত্বে থেকেও তেমন কিছু করতে পারিনি। যখন যে পরিস্থিতি আসবে, তার মুখোমুখি হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি সেটাই এখন চেষ্টা করছি। আমার ভালোই লাগছে।’
বলা দরকার, চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৯২ ও দ্বিতীয় ইনিংসে ২ রানে করে ফিরে যান মুশি। এবার সামনে ঢাকা টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারই মাঠে নামবে টাইগাররা।
Discussion about this post