জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে ফেরার লড়াইটা ঠিকই শুরু হয়ে গেছে সৌম্য সরকারের। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবার প্রথম ম্যাচেই যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন তিনি। বলে-ব্যাটে ম্যাজিক দেখালেন সৌম্য সরকার। আর তাতেই হারল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগের উদ্বোধনী দিনে সোমবার গাজীকে ৮ উইকেটে হারাল আব্দুর রাজ্জাকের দল। বিকেএসপির তিন নম্বর মাঠে চ্যাম্পিয়নদের ১৭৮ রান পেরিয়ে তারা যায় ৬৩ বল হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৬.১ ওভারে ১৭৬ (মেহেদি ৪১, হৃদয় ৩৩, জহুরুল ৬, আসিফ ১৭, নাদিফ ৬, ভাটিয়া ৩১, জাকের ৩, রাজিবুল ৮, নাঈম ০, হায়দার ১৫, নাসের ০*; শফিউল ০/৪৭, আল আমিন ২/২৭, সৌম্য ২/২৭, রাজ্জাক ২/২৭, রিফাত ০/১১, শাহবাজ ৩/৩১)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৯.৩ ওভারে ১৭৮/২ (আজমির ১৫, সৌম্য ৮৯*, শাহরিয়ার ৪, রিফাত ৫৫*; হায়দার ০/৩৫, নাসের ০/৩১, মেহেদি ২/২৭, নাঈম ০/২৬, রাজিবুল ০/৩৩, ভাটিয়া ০/১৭)
ফল: অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
###########
ঢাকা লিগের আরেক ম্যাচে শুভাগত হোম চৌধুরীর অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব জয়ে শুরু করেছে। গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৫ উইকেটে জিতেছে শাইনপুকুর।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ১৮৮/৭ (ইমতিয়াজ ১৩, মাহমুদ ১৪, ফরহাদ ৭, মার্শাল ৭৪, বিশত ৬, শাহানুর ৩২, রেজা ১৫, শরিফউল্লাহ ১৭*, সানি জুনিয়র ৫*; সাইফ ১/৩৮, সুজন ২/২৮, সাব্বির ০/২১, শুভাগত ২/৩২, রায়হান ১/২৮, নাঈম জুনিয়র ১/৩৯)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৩৩.৩ ওভারে ১৮৯/৫ (সাদমান ৩, সাব্বির ৪১, সজিব ৯, আফিফ ৫৬*, শুভাগত ৫৮*, হৃদয় ৯*, সাইফ ৮*; রেজা ১/৩৪, সাব্বির ১/২৮, শাকিল ১/৩৩, সানি জুনিয়র ১/৪২, শরিফউল্লাহ ০/৩৭, শাহানুর ১/১৫)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম চৌধুরী।
Discussion about this post